ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা, মচমইল ডিগ্রী কলেজের অধ্যাপক, জেলা আ’লীগের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, বিশিষ্ট কবি মরহুম মালেক মেহমুদ এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মচমইল গ্রামে তাঁর কবরের পাশে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেন পরিবারের সদস্যবৃন্দ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. অনীক মাহমুদ এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ এর সঞ্চালনায় প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে মরহুম অধ্যাপক মালেক মেহমুদের জীবনী নিয়ে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মাস্টার রিয়াজ উদ্দীন আহমেদ, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি, চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন খাঁন, মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান, চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রভাষক আব্দুল মমিন, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, রাজশাহী জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন মরহুম অধ্যাপক মালেক মেহমুদ এর সহধর্মিণী জেসমিন সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা অফিসার গোলাম রহমান, উপাধ্যক্ষ আব্দুল বারীক, মরহুম মালেক মেহমুদ এর ছেলে সান্নিধ্য মেহমুদ, মেয়ে মহিশা মেহমুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়স্বজন, এলাকাবাসী ও পরিবারবর্গ।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকালে কোরআন খানি সহ কবর জিয়ারত করা হয়েছে। এছাড়াও মচমইল ডিগ্রী কলেজ এবং মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।