ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর একটি বেকারী কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কারখানার মালিক আফসার আলী মন্ডল। এই ঘটনায় তিনি নগরীর বোয়ালিয়া থানার একটি সাধারণ ডায়েরী করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে নগরীর শিরোইল মঠপুকুর এলাকায় কোয়ালিটি সুপার কেক হাউস নামের বেকারী কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কারখানার মালিক আফসার আলী জানান, হঠাৎ করেই আগুন লেগে গেছে। কিভাবে লাগলো সেটি বুঝতে পারিনি। তাতে অনেক কিছু পুড়ে গেছে। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কর্মীরা হতাহত না হলেও কারখানার কিছু মেশিনসহ অন্য জিনিসপত্র পুড়ে গেছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রওফ বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।


 
                                                            
 
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        