ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর নিজামুল ইসলাম অথেল হত্যা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম আজাদ ওরফে হ্যাপীকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গনকা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় র্যাব-৫ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
উল্লেখ্য, গত রোববার (১০ এপ্রিল) বিকালে নগরীর রাজারহাতা এলাকায় বাড়ির সামনে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ বেতার শিল্পী সংস্থার রাজশাহী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম খান ওরফে অথেল (৬২) এর সাথে প্রতিবেশী সাইদুল ইসলাম আজাদ ওরফে হ্যাপীর সঙ্গে মারামারির ঘটনা ঘটে।
পরে সাইদুল হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালে নিজামুলের মৃত্যু হয়। এই ঘটনায় নিজামুলের ছেলে বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন। নিজামুলের বাবা আইনজীবী নজরুল ইসলাম খান রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি। মামলার পর থেকেই সাইদুল ইসলাম আজাদ পালাতক ছিলেন।