ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় টলিতে ফেন্সিডিল বহনের সময় তিনশ’৪১ বোতল ফেন্সিডিলসহ ধরা পড়েছে চালক শুকুর আলী (২০)।
মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোর ৪ টার দিকে উপজেলা সদরে বঙ্গবন্ধু চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত শুকুর আলী উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বালুবাহি ট্রলিতে বিশেষ কায়দায় তিনটি সাদা প্লাষ্ট্রিকের ব্যাগে মোড়ায়ে ফেন্সিডিলগুলো বহন করছিল ট্রলি চালক শুকুর আলী। গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু চত্বর এলাকায় আলাইপুর থেকে আসা বালুবাহি টলিটির গতিরোধ করে তল্লাশির পর ৩৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ট্রলি চালক শুকুর আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ট্রলিচালক শুকুর আলীসহ ঘটনার সাথে জড়িত একজনকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা গায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত শুকুর আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।