ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মা ও শিশু স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
ডাসকো ফাউন্ডেশন রাজশাহীর ক্যাপাসিটি বিল্ডিং এর ম্যানেজার ইসরাত জাহানের উপস্থাপনায় অনুুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডাসকো ফাউন্ডেশন রাজশাহীর প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হক।
বিশেষ অতিথি হিসেবে প্রাসঙ্গিক বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানী, ইউএফপিও মাসুদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, ইউনিয়ন চেয়ারম্যান বিজন সরকার, মতিউর রহমান, মকলেছুর রহমান দুলাল, আব্দুল জব্বার মন্ডল, আব্দুল হাকিম প্রামানিক, আব্দুল হামিদ ফৌজদার, আলমগীর সরকার, আনোয়ার হোসেন, মোস্তফা কামাল, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, অধ্যক্ষ আব্দুল মান্নান, ভবানীগঞ্জ ক্লিনিকের প্রতিনিধি মাহফুজুর রহমান রনি, ডাসকো প্রতিনিধি ডাঃ ধিমান দত্ত, সোহেল রানা, রিয়াজুল করিম, মাসুদ ইয়ামিন, ফরিদা খাতুন, এ্যানি নকরেক, শরিফুল ইসলাম, পারুল আক্তার, এফডবিøইভি হোসনে আরা, লুৎফা বেগম প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন এফডবিøউভি, এসএসিএমও উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন ডাকসকো ফাউন্ডেশন পাকলিক হেলথ্ ইমপ্রæভমেন্ট ইনিশিয়েটিভ রাজশাহী।