ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ব্যবসায়ীদের বলেন, ‘নো মাস্ক, নো সার্ভিস’। যারা মাস্ক পরিধান করবে না তাদের কাছে কোন কিছু বেচা-কেনা না করার নির্দেশ দেন। সেই সাথে গণপরিবহন চালকদের মাস্ক বিহীন কোন যাত্রীকে গাড়ীতে না তোলার আহ্বান জানান তিনি।
শীতকে সামনে রেখে করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে মাঠে নেমেছে রাজশাহী জেলা প্রশাসন। এরই অংশ হিসাবে মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর জিরোপয়েন্টে বিনামূল্যে মাস্ক, স্যানেটালাইজ বিতরণ ও সচেতনামূলক প্রচারণার সময় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। তাই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নগর পুলিশের পক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে। জনসাধারণকে সচেতন করারও পরও যদি কেউ মাস্ক ব্যবহার না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। করা হবে জরিমানা। আগামী কয়েকদিনের মধ্যে ভ্রাম্যমাণ টিম গঠন করে অভিযান শুরু করা হবে বলেও জানান তিনি।
এসময় পথচারি, দোকানদার, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণ করা হয়। করোনার দিতীয় দফায় সংক্রামন ঠেকাতে সাধারণ জনগণকে মাস্ক ব্যবহার ও সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, ডিসি বোয়ালিয়া সাজিদ হোসেন, ডিসি (ট্রাফিক) অনিরবান চাকমা, বোয়ালিয়া থানার এসি ফারজানা খাতুনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।