ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিপরীতে মডার্ন মেডিসিন মার্কেটের ২য়তলায় মেসার্স আনোয়া ফার্মেসীতে এ অভিযান চালায় নগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিবির অভিযানের সময় অনেক ফার্মেসীর মালিক ফার্মেসী বন্ধ করে পালিয়ে যায়।
নগর পুলিশের পক্ষে জানানো হয়, মডার্ন মেডিসিন মার্কেটে বেশ কিছু ওষুধের দোকানদার অবৈধভাবে ওষুধ আমদানি করে বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযানে নামে আরএমপির গোয়েন্দা বিভাগ। এসময় মার্কেটের মেসার্স আনোয়া ফার্মেসীতে অভিযান চালা তারা। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধসহ অবৈধ বিপুল পরিমান ওষুধ জব্দ করে গোয়েন্দা পুলিশ তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।