ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সোনালী স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা আজ মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবলু সরকার।
পরিচিতি সভায় তিনি বলেন, খেলাধুলায় এই প্রথম একটি ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত হতে দেখলাম এবং নিজেকে গর্বিত মনে হচ্ছে এ ধরনের একটি অনুষ্ঠান দেখে। যা ইতিপূর্বে ঘটেনি। আমি চাই প্রতিটি ক্লাব তাদের পরিচিতি সভা যে কোন স্থানে আয়োজন করে ক্লাবের সদস্যদেরকে উৎসাহিত করুক। মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলা পছন্দ করেন এবং খেলোয়াড়দের সহযোগিতাসহ সম্মান দিয়ে থাকেন। আরচ্যারী লীগ একটি সুন্দর খেলা ইতিপূর্বে এই খেলা রাজশাহীতে অনুষ্ঠিত হতে আমি দেখেছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, লিয়াকত আলী, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম ফরহাদ, নির্বাহী সদস্য মাহমুদ জামাল ও মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম। তারা বলেন, আরচ্যারী লীগ পরবর্তীতে জাকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হবে। আমরা আর্থিক বিষয়গুলি বাদ দিয়ে সকল প্রকার সহযেগিতা করবো ও ক্লাবগুলিকে নিজ অর্থায়নে অংশগ্রহন করার জন্য জানানো হলো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম। তিনি জানান, রাজশাহী থেকে প্রথম আরচ্যারী দল জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের জন্য আমি নিয়ে গেছিলাম ও সুনাম অর্জনও করেছিলাম। এখানে ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন জায়গা পেলে আরচ্যারী খেলার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। এ বিষয়ে অতিথিবৃন্দ বিভাগীয় স্টেডিয়ামের ফাঁকা জায়গা আছে সেখানে ব্যবস্থা নেয়া যেতে পারে বলে জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন, ক্লাবের সাধারণ সম্পাদক জি এম হাসান ই-সালাম বাবুল। এ অনুষ্ঠানে ক্লাবের প্রায় ১৫ জন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।