ধূমকেতু প্রতিবেদক : খুচরা ও পাইকারী বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। গেলো কয়েকদিন ধরে চালের বাজার অস্থিতিশীল হওয়ার কারণে দাম নিয়ন্ত্রনে আনতে বুধবার বেলা ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাতুল ইসলাম এ অভিযান চালায়।
গোড়াউনে চালের মজুদ থাকার পরও দাম বৃদ্ধি করার অভিযোগে নগরীর কাদিরগঞ্জ এলাকার কয়েকটি চালের আড়তদারকে জরিমানা করা হয়। এছাড়া খুচরা বাজারেও অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাতুল ইসলাম জানান, পর্যাপ্ত চালের মজুদ থাকার পর গত এক সপ্তাহ থেকে রাজশাহীতে সব ধরনের চালের দাম বৃদ্ধি পেয়েছে। আর এ কারণে চালের আড়ৎ ও খুচরা বাজারে অভিযান চালানো হচ্ছে।
চাল মুজুদ থাকার পরও দাম বৃদ্ধি করা হলে আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের আইনুগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।