ধূমকেতু প্রতিবেদক : মহানগরীর উপশহর নিবাসী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রবিউল ইসলামের মৃত্যুতে গভীর শোক করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মুক্তিযোদ্ধা আলহাজ¦ রবিউল ইসলাম বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বুধবার বাদ জোহর উপশহর পানির ট্যাংকি মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে অংশ নেন রাসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। এছাড়া জানাযা নামাজে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরআগে বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলামের মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান, সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলামকে গার্ড অব অর্নার প্রদান করেন পুলিশের একটি চৌকশ দল।