ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ডায়বেটিক দিবস পালন উপলক্ষে ডায়বেটিক কল্যাণ সমিতির র্যালী অনুষ্ঠিত। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে দুস্থ্য রোগীদের রোগীদের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
পরে বেলা ১১ টার দিকে সমিতির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সমিতিরি পরিচালক ডা. জাহিদ বলেন, সচেতন থাকলে ডায়বেটিক নিয়ন্ত্রণে থাকে। করোনার ঝুঁকিকালে রোগীদের কথা চিন্তা করে এ প্রতিষ্ঠানটি খোলা রাখা হয়, কারণ ডায়বেটিক রোগীদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাদের ঝুঁকিমুক্ত রাখতে নিয়মিত পরামর্শ ওষুধ বিতরণ করা হচ্ছে। যা পরবর্তীতে অব্যাহত থাকবে।
এদিকে, ডায়বেটিক এসোসিয়েশন লক্ষীপুর কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে ডায়াবেটিক দিবস পালন করা হয়।
সভায় এসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. গোলাম আকবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুনুর রশিদ।
আলোচনায় অংশ নেন, চীফ মেডিকেল অফিসার ডা. মনোয়ারুল হক।