ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে। সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে এবার পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে উদ্যাপিত হয় দীপাবলি উৎসব।
কালীপূজার দিন সন্ধ্যায় হিন্দুধর্মাবলম্বীরা তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় পিতামাতা এবং আত্মীয়স্বজনকে স্মরণ করেন।
রাজশাহী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ জানান, শনিবার দুপুর থেকে সারারাত আমাবস্যা শুরু হয়। এ সময় কালীপূজা করা হয়। কালীপূজা দুই ধরনের হয়ে থাকে। শাস্ত্রিক ও বলীদান। নগরীর কয়েকটি মন্দিরে বলীদান হয়ে থাকে। এবার করোনার কারণে এই সংখ্যা আরো কমেছে। এবার বলীদানে আকর্ষণীয় ছিলো নগরীর বরদা কালীমাতার মন্দির। এ সময় তিনি হিন্দুধর্মাবলম্বীদের দিপাবলীর শুভেচ্ছা জানান।
এদিকে, দিপাবলীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার শুভেচ্ছা শুভ দিপাবলী উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ, যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব প্রমুখ হিন্দু সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।