ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বে-সরকারী সংস্থা রুল-ফাও’র তানোর উপজেলা শাখার ম্যানেজার ইয়াসিন আলীর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তানোর শিতলী পাড়া গ্রামের ৯৭জনের স্বাক্ষর নিয়ে একই গ্রামের কাওসার আলী বাদি হয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার ও তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পৃথক পৃথক ভাবে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বে-সরকারী সংস্থা রুল-ফাও তানোর শাখার ম্যানেজার শেখ ইয়াসিন আলী ওয়ারেছী চাকরীর সুবাদে তানোর উপজেলা ডাক বাংলো সংলগ্ন শিতলী পাড়ায় জমি কিনে তৈরি করা নিজ বাড়িতে নিজেকে পীর দাবি করে আস্থানা গড়ে তুলেছেন।
তার সেই বাড়িতে (আস্থানায়) সার্বক্ষনিক অবস্থান করেন তার সহযোগী মুন্নাপাড়া গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে বাবুল, কুঠিপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে আসাদুল ও তার স্ত্রী আঞ্জুয়ারাসহ আরো বেশ কয়েকজন। সেই সাথে প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে রাতভর গান-বাজনাসহ জিকির আজগার করেন। এছাড়াও প্রতি বৃহস্পতিবার ও প্রতি মাসে শতাধীক ব্যাক্তি এসে সেখানে রাতভর গান-বাজনাসহ ধর্ম পালন করেন।
এমন ঘটনায় তার স্ত্রীর সাথে দ্বন্দের এক পর্যায়ে তাদের মধ্যে ডিভোর্সের ঘটনা ঘটে। ফলে ভেঙ্গে সংসার ভেঙ্গে যাওয়ায় ১ছেলে ও ১মেয়ে তার মায়ের কাছে চলে যাওয়ার ১৫দিনের মধ্যেই শেখ ইয়াছিন আলী ওয়ারেছী আবারো বিয়ে করে বউ এনে বাড়িয়ে দিয়েছেন তার কর্মকান্ড। দিন দিন ভক্তের ভীড় বাড়তে থাকায় এবং লোকজনের আসা যাওয়া বৃদ্ধি পাওয়ায়সহ রাতভর এমন ঘটনায় গ্রামবাসী নিষেধ করে আসলেও তিনি তার দলবল নিয়ে গ্রামবাসীকে উল্টো বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
গত কয়েকদিন এলাকার বিভিন্ন জনের সাথে কথা বলে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা এলাকার জৈনক ব্যাক্তির ছেলে ইয়াসিন আলী ২০১০ সালে বে-সরকারী সংস্থা ‘রুলফাও’ তানোর শাখা ম্যানেজার হিসেবে যোগদান করে তানোর বালিকা বিদ্যালয় সংলগ্ন ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস শুরু করেন। এনজিও’র চাকুরীর সুবাদে বিভিন্ন গ্রামের জনসাধারনের সাথে সখ্যতা গড়ে তুলে নিজেকে পীর দাবি করে সংগ্রহ করা ভক্তদের নিয়ে ভাড়া বাসাতেই গড়ে তুলেছেন আস্থানা।
এনজিও’র চাকরীর পাশাপাশি তিনি তানোর থানা মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ওয়ারেছীয়া ষ্টোর নামে পান সিগারেটের ব্যবসা করছিলেন। বর্তমানে তিনি ওই দোকানটি বিক্রি করে দিয়েছেন। তানোর বালিকা বিদ্যালয় সংলগ্ন ভাড়া দীর্ঘদিন প্রায় ৩বছর এমন কর্মকান্ড চালাচ্ছিলেন। গত ৫বছর আগে তিনি তানোর উপজেলা পরিষদ ডাক বাংলো মাঠ সংলগ্ন শিতলী পাড়ায় জমি কিনে নিজের তৈরি করা বাড়িতে তিনি নিজ (পীরের) আস্থানা গড়ে তুলেছেন।
সরেজমিন তানোর উপজেলা ডাক বাংলো সংলগ্ন শিতলী পাড়ায় মধ্যে তার সেই (আস্থানার) বাড়িতে গিয়ে দেখা যায়, সেই বাবুল ও আঞ্জুয়ারা ও আবেদ একে অপরের সাথে কথা বলছেন, বাড়ির সামনে ফাঁকা জায়গা, বাড়ির চাটায়ের বেড়ার দেয়ালে ২টি সাইন বোর্ড, একটিতে লেখা রয়েছে (প্রতিষ্ঠাতা শেখ ইয়াছিন আলী ওয়ারেছী, স্থাপিত ২০১২ সাল, সাইন বোর্ডে সবার উপরে লিখা রয়েছে- হুয়াল ওয়ারেছ, বড় ও লাল অক্ষরে লিখা রয়েছে ‘খানকায়ে ওয়ারেছীয়া ও ওয়ারেছীয়া দরবার শরিফ’, ওই সাইন বোর্ডে মধ্যে মন্ত্রবানী হিসেবে লিখা রয়েছে ‘আসেক দুনিয়া ও আখেরাত উভয় আকাংখ্যা পরিত্যাগ করিবে, এমনকি উক্ত পরিত্যাগের জ্ঞানকেও ভুলিয়া যাইবে যাইবে’।
আরো লিখা রয়েছে ‘আমাদের এখানে মনজ্বিল, যে জ্ঞানিশিলীন দাবি করে সে কামিল’।
অপর সাইন বোর্ডে সবার উপরে লিখা রয়েছে ‘বিসমিল্লাহ হির রাহমানির রাহিম, লাল অক্ষরে বড় করে লিখা বাংলাদেশ সুফী ফাউন্ডেশন, স্থাপিত ২০১২ইং, তানোর উপজেলা শাখা।
দরজা দিয়ে ঢুকতেই আস্থানার পুরো ঘরটি বিভিন্ন জরি দিয়ে সাজানো, চারিদিকে বিভিন্ন ফেস্টুনে লিখা বিভিন্ন বানী, পীর বসার স্থানে বিছানা তার পিছনের দেয়ালে বিভিন্ন বিভিন্ন দ্রব্যদি ভক্তদের জন্য মেঝেতে ফেলা রয়েছে পাটি। বাড়ির ভেতরের ঘর ছাদ দেয়া পাকা বাড়ি এবং দেখা হয়ে যায় তার নতুন বউয়ের। কথা বলার এক পর্যায়ে আপ্যায়ন করানোর জন্য জোরা জোরি করে ব্যার্থ হন।
পরে মোবাইলে যোগাযোগ করা হলে পীর শেখ ইয়াছিন আলী ওয়ারেছী বলেন, আমি রাজশাহীর অফিসের মিটিং এ আছি জানিয়ে তিনি বলেন, ছোট বেলা থেকেই ধর্মপরায়ন এখানে আমার ভক্তরা আসে জিকির আজগার ও ধর্ম পালন করে। তিনি অপকর্মের কথা অস্বীকার করে বলেন, গ্রামের কিছু কুচক্রীমহল আমার ডিভোর্স হওয়া স্ত্রীর সাথে হাত মিলিয়ে আমাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করছেন এছাড়া সব কিছুই আমি নিয়মিতভাবে ভক্তদের নিয়ে ধর্ম পালন করছি।
এ নিয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর মোবাইলে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।