ধূমকেতু প্রতিবেদক : দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে সোমবার বেলা ১১টায় রাসিক ৬ ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরা এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সহায়তায় জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি ছিলেন, রাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জানাম টুকু।
অত্র সংস্থার আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সভায় উপস্থিত ছিলেন, ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হক, ৬নং ওয়ার্ড সচিব, হিজড়া জনগোষ্ঠীর অন্যান্য সদস্যসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, হিজড়া সমাজের অবিচ্ছেদ্য একটি অংশ। তারা এই সমাজ ও দেশেরই সন্তান। তাদের লেখাপড়া শেখাতে হবে। সেইসাথে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, তাদের সাধারণ মানুষের মতো বেঁচে থাকার অধিকার আছে। ৬নং ওয়ার্ডের বসবাসরত সকল হিজড়াদের কর্মের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।
তিনি বলেন, সমাজের গণ্যমান্য সকল মানুষকে হিজড়াদের পাশে এসে দাঁড়াতে হবে। সমাজের সকলেই সহযোগিতা করলে হিজড়াদের জিবনমান উন্নয়ন করা সম্ভব হবে। হিজড়াদের উন্নয়নে সহযোগীতা পূর্বের ন্যায় করা হবে বলে উল্লেখ করেন কাউন্সিলর।