ধূমকেতু প্রতিবেদক : জাতিসংঘ ১৯৯০ সালে আন্তর্জাতিকভাবে বিশ্ব প্রবীণ দিবসটি প্রতিবছর ১ অক্টোবর পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ আন্তর্জাতিক প্রবীণ দিবসটি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় রুরাল ডিভেলপমেন্ট প্রোগ্রাম অব পিপুলস্ (আরডিপিপি), তেরখাদিয়া, রাজশাহী এ আয়োজন করে।
“৩২ তম আন্তর্জাতিক প্রবীন দিবস ২০২২, (পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা) এই প্রতিপাদ্য বিষয় পালনে প্রবীনদের সম্মান প্রর্দশন ও উদ্বুদ্ধকরণের লক্ষে আলোচনা সভা, খাবার ও প্রবীণদের মাঝে লঙ্গী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলর বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, প্রতিষ্ঠানের উপদেষ্ঠা আনোয়ারুল জাহিদ প্রমুখ।
প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, প্রবীণ জনগোষ্ঠী দেশের মোট জনসংখ্যার একটি অবিচ্ছেদ্য অংশ। তারা কর্মময় জীবনে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং আন্তরিকতার সঙ্গে দেশ তথা নিজ নিজ পরিবার ও সমাজ গঠনে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। প্রবীণরা যৌবনে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পরিবারের সদস্যদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আরাম আয়েশের দিকে লক্ষ্য রেখে কাজ করেছেন।
তিনি মন্তব্য করেন, সন্তানদের জন্য সম্পদ নয়, সু-শিক্ষায় শিক্ষিত সন্তানই দেশের সম্পদ।
সভাপতিত্ব করেন, রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক তারিকুল ইসলাম।