ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটিডের মধ্যে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে নেসকোর সভাকক্ষে এ চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নেসকোর সাথে চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের অনলাইন, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস মাইক্যাশ, এজেন্ট ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ, এমবিএল রেইনবো, ইন্টারনেট ব্যাংকিং (আই ব্যাংকিং) ও অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে ইলেট্রিসিটি বিলসহ বিভিন্ন সেবা সমূহের কার্যক্রম পরিচালিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রকৌশলী জাকিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংকের নর্থবেঙ্গল রিজিয়ন অফিস বগুড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএসএম জাকির হোসাইন, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান রাজশাহীর আব্দুল মতিন, ব্যাংকের এসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট তপন জেমস রোজারিও ও ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার জাহিদুল ইসলাম ও নেসকোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, নেসকোর নির্বাহী পরিচালক অর্থ ও প্রশাসন সৈয়দ গোলাম আহমেদ, প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ, প্রধান প্রকৌশলী সার্ভিসেস এস এম রেজাউল করিম ও তত্বাবধায়ক প্রকৌশলী শিরিন ইয়াসমিন প্রমুখ।