ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ৩১ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ৫ জন, মোহনপুর থানা ৪ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৪ জন, চারঘাট মডেল থানা ৫ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ এমদাদুল হক (২৬) কে ১০০গ্রাম হেরোইন ও সিরাজুল ইসলাম ওরফে সেরাজুল (৩২) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ আব্দুল নূর (৫৯) কে ৭৫লিটার চোলাইমদ, শান্তি কর্মকার (৪২) কে ১৫৭লিটার চোলাইমদ, ভিনসেন মার্ডি(৩৮) কে ৬০লিটার চোলাইমদ ও শ্রীমতি কমেলা মুর্মু (৩২) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে।
অপরদিকে, মোহনপুর থানা পুলিশ তানজিমা খাতুন (৩৫) ও রুমি (২১) কে ১০০পিচ ট্যাফেনটোডল ট্যাবলেটসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ আনারুল ইসলাম (৪৭) কে ৬০ গ্রাম গাঁজা ও আরিফুল ইসলাম (২২) কে ৫ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।