IMG-LOGO

সোমবার, ২রা সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে সফর ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে বজ্রপাতে যুবকের মৃত্যুতানোরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবাদ সভাপত্নীতলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনচিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলআইনশৃঙ্খলা বাহিনী পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার করতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টানবম শ্রেণিতে আবারও ফিরছে বিভাগ বিভাজননন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনগণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা হবেপোরশায় পৃথকভাবে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালননওগাঁয় নেসকো অফিসের অসাবধানাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যুগোমস্তাপুরে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভরাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধননিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসনানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনচিকিৎসকদের ওপর হামলাকারীদের তুলে দেওয়া হলো সেনাবাহিনীর কাছে
Home >> রাজশাহী >> বাঘায় ভিক্ষুকের ‘ফ্রিজ’ এর স্বপ্ন পূরণ

বাঘায় ভিক্ষুকের ‘ফ্রিজ’ এর স্বপ্ন পূরণ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : স্বাামীর মৃত্যুর পর থেকেই ভিক্ষা করে জীবন জীবিকা নির্বাহ করেন ৭০ বছর বয়সী বিধবা জেলেমনি। তার জীবনের স্বপ্ন ছিল ভিক্ষার টাকায় কেনা মাছ-মাংস কিংবা ভিক্ষায় পাওয়া খাদ্যপণ্য ফ্রিজে রেখে খাওয়ার। কিন্তু তা ছিল সাধ্যের বাইরে। তবে তার স্বপ্নপূরণের আবদারে ‘ফ্রিজ’ উপহার দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় প্রতিমন্ত্রীর পক্ষে মোজাহার আলী মহিলা কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন ওয়ালটন শো’রুম থেকে ২৫ হাজার ৯শ টাকায় কিনে ফ্রিজটি জেলেমনির হাতে তুলে দেন।

অধ্যক্ষ নছিম উদ্দীন জানান, গত শুক্রবার (২১ অক্টোবর) বাঘা শাহী মসজিদের ওজু খানার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসে জেলেমনি, প্রতিমন্ত্রীর হাতধরে বলেন, তুমি আমার বেটা আমাকে একটা ফ্রিজ দাও। আমি একটু একটু করে খাবার ফ্রিজে রাখবো ও একটু একটু করে ফ্রিজ থেকে খাবার বের করে খাব। প্রতিমন্ত্রী তার আবদারে ফ্রিজ দিতে চেয়েছিলেন। সেটি কিনে তাকে দেওয়া হয়েছে।

জেলেমনি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারসাওতা গ্রামের মৃত মাদার বখস এর স্ত্রী। তিনি পেশায় ভিক্ষুক। টিনের ছাউনি ছাপরা ঘরে তার বসবাস। সেখানে বিদুৎ সংযোগ রয়েছে। উপহারের ফ্রিজটি সেই ঘরেই রাখবেন।

‘ফ্রিজ’ পেয়ে জেলেমনি আনন্দে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। মন্ত্রীর জন্য দোয়া করি আল্লাহ তায়ালা তার দানের হাত বাড়িয়ে দিয়ে হায়াত দান করুক। সে সময় কাপড়ের আঁচলে চোখের আনন্দাশ্রæ মুছে দোয়া করেন জেলেমনি।

জানা যায়, বড় ছেলে সিদ্দিক মন্ডল এর বয়স যখন আড়াই বছর, তখন জেলেমনির স্বামী মাদার বকস মারা যান। তখন তার পেটে ছিল দেড় মাসের আরেক সন্তান। ভূমিষ্টের পর সেই ছেলের না রাখেন নজরুল মন্ডল। স্বামীর মৃত্যুর পর ভিক্ষাবৃত্তি করে জীবন জীবিকা নির্বাহ করেন জেলেমনি। ছেলেরা বড় হয়ে নিজে জমি কিনে ঘরবাড়ি করেছেন। সেই জমিতে আলাদা ঘর তুলে বসবাস করেন জেলেমনি।

বড় ছেলে সিদ্দিক মন্ডল জানান, মাকে তারা ভিক্ষা করতে নিষেধ করেও মানাতে পারেননি। মায়ের কথা নিজেই কর্ম করে খাবো।

মনিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ছেলের কেনা জমিতেই তার আলাদা বাড়ি রয়েছে। তবে তাদের তেমন কোন জায়গা জমি নেই। তার দুই ছেলেই দিনমজুর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30