ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৫০০ গ্রাম গাঁজা-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত রুবেল আলী (২৬)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর পশ্চিমপাড়া এলাকার বেরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় মতিহার থানার চরশ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি রুবেলকে আটক করে। এসময় তার কাছে থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ও তার মোবাইল ফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে উক্ত গাঁজা অপর মাদক ব্যবসায়ী নবাব আলী (৩২) এর কাছ থেকে ক্রয় করেছিল। তারা একত্রে পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে।
পুলিশ আরও জানায়, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।