ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে তাহেরপুর পৌর বিট পুলিশিং কার্যালয়ের উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর পুলিশ সুপার শহিদুল্লাহ বিপিএম, পিপিএম।
তিনি বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে সাধারণ জনগন ও পুলিশের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং প্রত্যাশিত সেবা জনগণের দেীরগোড়ায় দ্রুত পৌঁছে যাবে। জনবান্ধব পুলিশি ব্যবস্থা নিশ্চিত হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় তৎপর রয়েছে রাজশাহী জেলা পুলিশ। মাদক, জংগীবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ কঠোর অবস্থানে থেকে কাজ করছে। পাশাপাশি তিনি বাল্যবিবাহ, মানবপাচার, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং ও সাইবার অপরাধ ইত্যাদি সামাজিক সমস্যা প্রতিরোধে সকলকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন, রাজশাহী বাগমারা থানাধীন তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এসময় সাধারণ জনগণ, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।