ধূমকেতু প্রতিবেদক : জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। সোমবার (১৪ আগস্ট) সকাল ১০ টার দিকে ললিতনগর বাজারস্থ আশা ললিতনগর ব্রাঞ্চ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আশা ললিতনগর ব্রাঞ্চ ম্যানেজার রোযদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আশা তানোর অঞ্চলের সিনিয়র আরএম হামিদুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, ললিতনগর উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল জাব্বার।
ইউটিউব ভিডিও :
এসময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, সাজদুর হাসান, নজিদুর রহমান, নোমান আলী, আলম, আব্দুল কাশেম, মুকুল।
ফেসবুক ভিডিও :
আরও উপস্থিত ছিলেন, আশা ললিতনগর স্বাস্থকেন্দ্রের এইচসিআই আলিয়ারা খাতুন, স্বাস্থ্য সহকারী নাইমা, রোকসানা, সালমা।