ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত নয় মাসে ৪২ জন কন্যাশিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) অত্র জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে।
লফসের দেয়া তথ্য মতে কন্যা শিশু নির্যাতনের কিছু তথ্য :
ধর্ষণ- ১১, গণধর্ষণ- ১, ধর্ষণের চেষ্টা- ১, যৌন নির্যাতন- ৩, ইভটিজিং- ১, হত্যা- ৪, হত্যার চেষ্টা- ২, আত্মহত্যা- ৬, আত্মহত্যার চেষ্টা- ১, অপহরণ- ৩, অপহরণের চেষ্টা- ১, নিখোঁজ- ৩ ও নির্যাতন- ৫ জন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ‘‘বিনিয়োগে অগ্রাধিকার-কন্যাশিশুর অধিকার” এই স্লোগানে এবারের জাতীয় কন্যা শিশু দিবস- ২০২৩ উৎযাপিত হচ্ছে।
সম্প্রতি সময় যেমন কিশোরী ও কন্যাশিশুরা নির্যাতনের শিকার হচ্ছে তেমনি অনেক ক্ষেত্রে তারা নিজেদের ‘আমরাও পারি’ প্রতিষ্ঠা করেছে। শিক্ষা জগতে ডিজিটাল পদ্ধতিতে তারা অগ্রগামী হয়েছে, নির্যাতন প্রতিরোধে ৯৯৯ এর ব্যবহার শিখেছে, সহপাঠিদের বাল্য বিবাহ বন্ধে উৎসাহিত করছে যা আমাদের অর্জন। আমরা চাই সকল কন্যাশিশু অধিকার প্রতিষ্ঠায় সরকারী-বেসরকারী সংস্থাগুলোর সমন্বয়ে কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপের মাধ্যমে একিিট নিরাপদ কন্যাশিশুসহ সকল শিশু নির্যাতনমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। একই সাথে কন্যাশিশু সহ সকল শিশু নির্যাতন প্রতিরোধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানান লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
তিনি বলেন, একজন শিক্ষিত নারী তার পুরো পরিবারকে শিক্ষিত করার ক্ষমতা রাখে। একজন বন্ধু, একজন বোন, একজন স্ত্রী, একজন মা, একজন কন্যা। একটি মেয়ে শিশুকে হত্যা করা মানে এই পুরো প্রজন্মকে হত্যা করা।