ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ‘স্মাট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু।
আরও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের নারি ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, মাধ্যমিক শিক্ষা অফিসার আ খ ম হাসান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক, বাঘা শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার ইমরান আলী, নারী উদ্যোক্তা আদরি বেগম, শাপলা খাতুন প্রমুখ।
আলোচনার শুরুতেই সহকারী যুব উন্নয়ন অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আফজালুর রহমান।
সভা শেষে গরু পালন, হাঁস-মুরগি, পোষাক তৈরি ও মৎস্য চাষসহ বিভিন্ন ক্ষেত্রে উনিশ জনের মধ্যে ৯ লাখ চল্লিশ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার আফজালুর রহমান জানান, তাছাড়াও সফল আত্মকর্মীদের মাঝে পুরুস্কার ও দুই মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়েছে।