ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর বাজারে সরকারি জায়গা দখল করে একেরপর এক দোকানঘর নির্মাণ করা হচ্ছে। এই পৌরসভার ক্ষমতাশীন দলের কাউন্সিলর সাবের আলী মন্ডল সড়ক ও জনপদের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন। বিষয়টি জানার পর সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে পাকা স্থাপনা নিজ খরচে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দিলেও তিনি তা করেননি। এছাড়া বিষয়টি নিয়ে স্থানীয়রা একের পর অভিযোগ দিলেও কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। তবে যেকোনো সময় কাউন্সিলর সাবেক আলীর স্থাপনা ভেঙ্গে ফেলা হবে বলেও জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।
সূত্রে জানা যায়, মোহনপুর কেশরহাট বাজারের সরকারী অনেক জায়গায় দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে প্রতিমাস মোটা অঙ্কের টাকা তুলছেন পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাবের আলী মন্ডল। গত ১৬ জানুয়ারি রাজশাহী সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে তার অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। কিন্তু সড়ক ও জনপদ কর্তৃপক্ষের আদেশকে তিনি তেয়াক্কা না করেই দোকান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। সওজের জায়গায় ৫ তলা ভিত্তি স্থাপন করে মার্কেটে হিরো শোরুম করেছেন। এছাড়াও তার পিছনে বিএস ১৬৫০ ও ১৬৫১ দাগ অবস্থিত। যা রাজশাহী জেলা পরিষদ ও সড়ক ও জনপদ বিভাগের জায়গা বলেও গত ১৭ জানুয়ারি জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন প্রেরণ করেছেন মোহনপুর ভ‚মি অফিসের সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাস। এরপরেও সেখানে কাউন্সিলর সাবের আলী আধিপত্য বিস্তার ধরে রাখতে দোকান ঘর নির্মাণ করছে।
এব্যাপারে মোহনপুর ভ‚মি অফিসের সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাস বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর প্রতিবেদন তৈরি করে সড়ক ও জনপদ বিভাগে পাঠিয়েছি। তারা কি ধরনের ব্যবস্থা নিবে তা জানা নেই। আমাদের যতটুকু করণীয় ছিল আমরা করে দিয়েছি। এখন ব্যবস্থা নেয়ার দায়িত্ব সড়ক ও জনপদ বিভাগের বলে তিনি মন্তব্য করেন।
এবিষয়ে রাজশাহী সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, আমরা ওই জায়গার ব্যাপারে চিঠি করে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার বরাবর দিয়েছি। এখন জেলা প্রশাসক একজন ম্যাজিষ্ট্রেট দিলে আমরা যেকোনো সময় কাউন্সিলর ওই অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলবো। সড়ক ও জনপদ বিভাগ বিষয়টি নিয়ে তৎপর রয়েছে বলেও জানান তিনি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/