ধূমকেতু প্রতিবেদক : ‘ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ, আসুন নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী মহিলা পরিষদের উদ্যোগে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচীতে সভাপতিত্ব করেন, রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়। তিনি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালনের ১৬ দিন ব্যাপী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন
রাজশাহী মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুনের পরিচালনায় বক্তব্য রাখেন, মহিলা পরিষদ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, কার্যকরী কমিটির সদস্য সিরাজুন নেসা পারুল, কৃষœা রানী মন্ডল, গৌরী সরকার, সামিয়ারা, সদস্য লাভলী খানম, চম্পা প্রমূখ।
অবস্থান কর্মসূচীতে মানবাধিকার ১০ সংগঠন অংশগ্রহণ করে।