ধূমকেতু প্রতিবেদক, মচমইল : বৈষম্য বিরোধী আন্দোলনে গত সোমবার (৫ আগষ্ট) বেলা ১১টার দিকে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ-দেউলিয়া মোড়ে ছাত্রদের মারপিট করে আহত করে ক্ষমতাসীন স্থানীয় আওয়ামী লীগ ক্যাডারারা। আহত ছাত্ররা দিক-বিদিক ছুটে। ভয়ে মেডিকেলে যেতে পারেনি। গ্রামের ভিতরে নিয়ে চিকিৎসা দিয়েছেন অনেককেই মা-ফাতেমা ডেন্টাল কেয়ারের মালিক ডাক্তার নিলা পারভীন।
পরে একই দিনে বিকেলে শিক্ষার্থী ও জনতার তোপের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পলায়ন করায় ছাত্র জনতার ব্যানারে গণমিছিলে অতি উৎসাহী কিছু দুষ্কৃতিকারী আওয়ামী লীগের নেতার বাসার সামনে ভুল-বোঝা বুঝিতে না চিনে বন্ধকৃত ওই সেবাদান প্রতিষ্ঠান মা-ফাতেমা ডেন্টাল কেয়ার ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় মা-ফাতেমা ডেন্টাল কেয়ারের চিকিৎসাসেবা প্রদানের কাজে ব্যবহৃত সকল যন্ত্রাংশ ভেঙ্গে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বুধবার (৭ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেছে ভুক্তভোগী চিকিৎসক।
লিখিত আবেদন সূত্রে জানা গেছে, মার্চ টু ঢাকা ঘিরে বাগমারায় গণজমায়েত হয় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এসময় আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। ওইদিন আওয়ামী লীগের ক্যাডার বাহিনী ভবানীগঞ্জ বাজারের সকল দোকানপাট বন্ধ করে দেয়। দোকানপাট বন্ধ করে তান্ডব চালিয় পুরো উপজেলায়। তাদের হামলায় দেউলিয়া চৌ-রাস্তায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চলে। ওই হামলায় আহতদের চিকিৎসাসেবা প্রদান ডেন্টাল নিলা পারভীনসহ তার স্বামী গ্রাম্য ডাক্তার শাহাদৎ হোসেন। সকাল থেকে আওয়ামী লীগের তান্ডব চললেও শেখ হাসিনা দেশ ত্যাগের পরপরই বিএনপি ও সমমনা সংগঠনের পক্ষ থেকে আনান্দ মিছিল বের করা হয়। অতি উৎসাহী কিছু দুস্কৃতকারী বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের বাসায় হামলা করে। হামলাকারীরা ওই চেয়ারম্যানের ভাড়ায় চালিত মা-ফাতেমা ডেন্টাল কেয়ারের চেম্বারে না চিনে হামলা করে। হামলাকারীরা চেম্বারের সবকিছু ভেঙ্গে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এতে করে প্রায় ৬/৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
বিষয়টি জানা জানি হলে ওই ঘটনার দিনের কয়েকজন প্রত্যক্ষদশী হামলাকারীদের উদ্ধিতি দিযে বলেন, হামলাকারীরা ডাক্তারের চেম্বার হিসেবে না যেনে অগ্নি সংযোগ করেছে।
তারা মূলত আওয়ামী লীগ নেতা লুৎফর চেয়ারম্যানের বাসা বলে হামলা চালিয়েছিল এ দিকে নি:শ্ব হয়ে পড়া নিলা পারভীন বলেন, চেম্বারটি পুড়িয়ে দেয়ায় নতুন করে রোগী দেখার মত কোন পরিস্থিতি নেই বর্তমানে। কিছুদিন আগেই স্বামীর সহযোগিতায় ধারদেনা করে চালু করেছি ডেন্টাল চেম্বার। ওই চেম্বার রোগী দেখে জীবন জীবিকা নির্বাহ করে থাকি। কিন্তু সে পথও বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ডেন্টাল চেম্বার পুড়িয়ে দেয়ার ঘটনায় একটি আবেদন পাওয়া গেছে। আবেদনের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার দেয়া হয়েছে। পরবর্তীতে সরকারী কোন সহযোগিতা পেলে তাদেরকে সহযোগীতা দেয়া হবে বলে জানান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew