ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের ১৩ টি জেলা বন্যায় প্লাবিত হয়ে যায়। বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে যায়। এখনো লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে এই সব এলাকায়।
বন্যা পরিস্থিতির কারণে এই সব এলাকায় বিদ্যুৎহীন, নেটওয়ার্কহীন হয়ে যাওয়ায় সকল মানুষ চরম দূর্ভোগে বিরাজ করছেন। বিশুদ্ধ পানি ও খাবারের জন্য বন্যা কবলিত সাধারণ লোকজনকে সাহায্যে করার জন্য ছুটে চলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা। সরকারি বেসরকারি সংস্থা, বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন ও অন্যান্য পেশাজীবির লোকজন।
এরই ধারাবাহিকতায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশে জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসক বিষয়ক সহ সম্পাদক ও দেশের বিএনপির ত্রান কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন বন্যার্তদের সাহায্যে দলের পক্ষ থেকে কাজ করে চলেছেন। ২৫ আগষ্ট থেকে কুমিল্লা, ফেনী অঞ্চলে ক্ষতিগ্রস্তদের মাঝে ঘুরে ঘুরে ত্রান বিতরণ করছেন এবং খোঁজ নিচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের।
শফিকুল হক মিলন বলেন, আমরা কেন্দ্রের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের পাশে এসে দাড়িয়েছি। আপনারা জানেন বিএনপি এমন একটি দল দেশের কঠিন সময়ে জনগণের পাশে থাকে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew