ধূমকেতু প্রতিবেদক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জামাত শিবির চক্রের পরিচালিত মসজিদ মিশন একাডেমির রাষ্ট্র বিরোধী তৎপরতা ও অর্থ কেলেঙ্কারির বিরুদ্ধে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখা এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। শনিবার সাড়ে ৪ টার দিকে নগরীর আলুপোট্রি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, রাজশাহী মহানগরীর প্রাণ কেন্দ্রে মসজিদ মিশন একাডেমিকে মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী জামায়াত নেতারা তাদের ঘাঁটিতে পরিণত করেছেন। সরকারের বেতন নিয়ে জামায়াত নেতারা এখানে বসেই রাষ্ট্র বিরোধী কর্মকান্ড করেন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় এটা মেনে নেয়া যায় না। এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতিও কেন্দ্রীয় কমিটির সদস্য কল্পনা রায়।
স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক, অঞ্জনা সরকার।
আরও বক্তব্য রাখেন, ছাত্র নেতা তামিম সিরাজী, কামার-উল্লাহ সরকার, সাধারন সম্পাদক মুক্তিযুদ্ধ পাঠাগার, আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ, শাহজাহান আলী বরজাহান একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটি, মুক্তিযোদ্ধা হাসান খন্দকার, সেক্টর কমান্ডার ফোরাম, ডা: আব্দুল মান্নান মুক্তিযুদ্ধা সংসদ, আরিফুল হক কুমার, মহানগর বঙ্গবন্ধু পরিষদ ও কবিকুঞ্জের সাধারন সম্পাদক, অজিত কুমার মন্ডল উদিচী শিল্পী গোষ্ঠী, মোস্তাফিজুর রহমান খান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি প্রমূখ।