ধূমকেতু প্রতিবেদক : ‘বিজয়ের এই সূর্যদয়ের তারিখে উদ্ভাবনে উদ্যোগী হও পৃথিবী বদলে দাও’ এই প্রতিপাদ্যে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে উদ্ধোধন হলো দুইদিন ব্যাপী এসএমএনএসএসসি ৯ম অন্তঃস্কুল বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৪।
দ্বিতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলা, তাদের অভিনব চিন্তা চেতনার প্রসার ঘটানো এবং ভবিষ্যৎ গবেষক তৈরিতে উদ্বুদ্ধ করাই এই মেলার মূল লক্ষ। ক, খ এবং গ গ্রুপে মোট ৫৭ টি স্টল নিয়ে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আজ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী পর্বে আয়োজনটির সভাপত্বিত করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোটারিয়ান এম. এ মান্নান খান। তিনি বিজ্ঞান চর্চাকে অত্যন্ত গুরুত্ব দেন এবং এর অনুশীলনের মাধ্যমে ভবিষ্যৎ বিশ্বকে বদলে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহীর ডিরেক্টর (ইনচার্জ) ড. সেলিম খান। তিনি বিজ্ঞান মনোস্ক প্রজন্ম গড়ার আহ্বান জানান। তিনি বিজ্ঞানীদের প্রধান অতিথি করে সম্মান দেওয়ায় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বিজ্ঞানীরা আপাত দৃষ্টিতে সামান্য জিনিস নিয়ে গবেষণা করলেও এর গভীরতা অনেক, ফলাফল প্রকাশের পর তা উপলব্ধি করা যায়।
আয়োজক ইঞ্জিনিয়ার নাজমা রহমান, নির্বাহী পরিচালক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, রাজশাহী। তিনি শিক্ষার্থীদের সময়ের সাথে আগামীর পথে পথ চলার নির্দেশনা দেন। তিনি প্রত্যাশা করেন বিসিএসআইআর এর আর্শিবাদের হাত যেন সর্বদা আমাদের মাথার উপরে থাকে।
রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহ্বায়ক বিরাজ আহমেদ বলেন, বিজয় দিবস আমাদের জয়োদিপ্ত গর্বের ইতিহাস। শিক্ষার্থীরা যদি বিজ্ঞান চর্চায় মনোযোগী হয় তাহলে বিশ্বের শ্রেষ্ঠ দশজন বিজ্ঞানীর মধ্যে আমাদের ক্ষুদে বিজ্ঞানীরাও একদিন জায়গা করে নিবে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে তার মূল্যবান বক্তব্য শেষ করেন।
উল্লেখিত আয়োজনে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ কামনা রানি, উপশহর শাখার সহকারী অধ্যক্ষ, তুহিনা পারভীন ইলা, উপরভদ্রা শাখার সহকারী অধ্যক্ষ, ফাতেমা জোহরা দোলনসহ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সুভানুধ্যায়ী অতিথিবৃন্দ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew