ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় আসন্ন পৌরসভা নির্বাচন ও থার্টিফাস্ট নাইট ঘিরে ব্যাপক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশ সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সমুন দেবের নির্দেশনায় গৃহীত পুলিশী নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বাগমারা থানা পুলিশ নেতৃত্বে উপজেলার সর্বত্রই টহল জোরদার সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। আসন্ন পৌরনির্বাচন সহ থার্টিফাস্ট নাইটে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা মূলক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, থার্টিফাস্ট নাইট পালনে সরকারী ভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তারপরও কেউ যেন এই দিনটিকে পুঁজি করে আইন শৃংখলার অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সর্বদায় তৎপর রয়েছে পুলিশ।
সেই সাথে কোন ব্যক্তি যেন বাগমারার কোথাও কোন প্রকার জঙ্গিহামলার মতো ঘটনা সহ মদ্যপান, আতশবাজির পাশাপাশি অবৈধ কোন কর্মকান্ড ঘটাতে না পারে সে জন্য উপজলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার সহ রাস্তায় টহল পরিচালনায় করছে পুলিশ।
এদিকে, পুলিশী নিরাপত্তার অংশ হিসেবে উপজেলার তাহেরপুর হতে পুঠিয়া, যোগীপাড়া হতে বারুইপাড়া, মচমইল হতে হাট-গাঙ্গোপাড়া, দেউলিয়া চৌরাস্ত, ভবানীগঞ্জ বাজার থেকে বড়বিহানালী পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করেন বাগমারা থানা পুলিশ। বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে টহল এবং চেকপোস্ট পরিচালনা করেন বাগমারা থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন, সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলাম। এ সময় বাগমারা থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে বিভিন্ন গাড়ি তল্লাশী করা হয়।