ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল থেকে ভদ্রা রেলক্রসিং পর্যন্ত রাস্তার বেহাল দশা হয়ে পড়েছে। দেখে মনে হয় এখান দিয়ে কোন কার্পেটিং রাস্তা নেই। অথচ এই রাস্তা প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সেইসাথে চলাচল কওের মানুষজন। অথচ দীর্ঘদিন এই রাস্তা খানাখন্দে ভরা থাকলেও কর্তৃপক্ষ উদাসিন হয়ে বসে আছেন।
এই রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে পড়ে থাকায় বিপদে পড়েছে যানবাহন চালক ও মালিকগণ। অনেক সময় যানবাহনের ক্ষতি হচ্ছে। আবার দূর্ঘটনাও সম্ভাবনা বেশী রয়েছে। বাস চালক সেলিম, রাতুল ও মনির বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন তাদের বাস নিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক কষ্ট করে চলাচল করতে হয়। এই রাস্তা মেরামত করার কথা দীর্ঘদিন থেকে শুনে আসলেও কোন কাজ হচ্ছেনা। এমনকি ইট ফেলেও মেরামত করা হচ্ছেনা বলে জানান তারা। এই সড়ক দিয়ে প্রায় সব দূরপাল্লার বাস নিয়মিত চলাচল করে। একটি বাস আরেকটি বাসকে সাইড দিতে গেলে পড়তে হয় বিপদের মুখে হয় বলে জানান এই চালকগণ।
এলাকার কয়েকজন ব্যক্তি অভিযোগ করে বলেন, এ রাস্তা দিয়ে কোন রিক্সা বা অটো আসতে চায় না। ফলে ঘরমুখো যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারে না। এজন্য ছাত্র-ছাত্রীদেরকে পড়তে হয় চরম বিড়ম্বনায়। পথচারী ও স্থানীয় এলাকার বাসিন্দা মান্নান, নুহু, কাইয়ুম, রাইহান ও শিবলু বলেন, তারা প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করেন। ভাঙ্গা রাস্তার কারনে তাদের সর্বদা কষ্ট করতে হয়।
দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা হলেও দেখার কেউ নাই এবং এই সড়কটির নিয়ে কারো মাথাব্যথা নাই। শহরের নানারকম উন্নয়ন হলেও এই রাস্তাটি অবহেলায় অযত্ন অবস্থায় পড়ে আছে। রাস্তাটি দ্রুত সংস্কার করে জনগণের দু:খ দূর্দশা লাঘব করার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর দৃষ্টি আকর্ষণ করেন তারা।