ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে এই বিভাগে কোনো করোনা আক্রান্ত রোগি মারা যায়নি। এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০৬ জন।
মঙ্গলবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৬ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৬৮ জন এবং সুস্থ্য হয়েছেন ১৪ হাজার ২১৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭৪৭ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ২০ জন, নওগাঁয় ১৮ জন, জয়পুরহাটে ২৮ জন, বগুড়ায় ৪২ জন ও সিরাজগঞ্জে ৫ জন। তবে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬ হাজার ৯৯১ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৬৮০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭২৮ জন, নওগাঁয় ১ হাজার ১৯৯ জন, নাটোরে ৮৯১ জন, জয়পুরহাটে ১০০৭ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৯৬ জন ও পাবনায় ১ হাজার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৬৮ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৮ জন, জয়পুরহাটে ৬ জন, বগুড়ায় ১৬০ জন, সিরাজগঞ্জে ১২ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪ হাজার ২১৪ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৪৪৬, চাঁপাইনবাবগঞ্জে ৫৬৯ জন, নওগাঁয় ১ হাজার ৬৬ জন, নাটোরে ৬৮৫ জন, জয়পুরহাট ২২৯ জন, বগুড়ায় ৫ হাজার ৯৫১ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৩৪৩ জন ও পাবনায় ৯২৫ জন।