ধূমকেতু প্রতিবেদক : COVID-১৯মহামারী বিবেচনায় রেখে তরুণদের যুব-বান্ধব সেবা নিশ্চিতকরনে এবং পরিবার পরিকল্পনা সম্পর্কিত তথ্য ও সেবায় তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ নিয়ে রাজশাহী বিভাগীয় ইয়্যুত সামিট অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত সিরাক বাংলাদেশের আয়োজনে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টের একটি আবাসিক হোটেলের হল রুমে আয়োজিত সামিটে সভাপতিত্ব করেন সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস.এম সৈকত। প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক তাসিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সিরাক বাংলাদেশের প্রোগ্রাম অফিসার তাসনিয়া আহমেদ ও রোকনুল রাব্বি এবং সমাজকর্মী ওয়ালিউর রহমান বাবুসহ সিরাক রাজশাহী অন্যান্য সদস্য ও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। COVID-১৯ এর এই মহামারীর সময়ে কিশোর-কিশোরী ও তরুণদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরন এবং মান উন্নয়ন, কিশোর-কিশোরী ও তরুণরা কিভাবে স্বাস্থসেবা এবং তথ্য পাবে এবং কৈশোর-বান্ধব সেবার মান আরো ত্বরান্নতি করার লক্ষে সেবা প্রদানকারীর দক্ষতা উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণ বিষয় নিয়ে আলোচনা হয়।
উপস্থিত অংশগ্রহনকারীগণ এ সকল বিষয় সম্পর্কে জানতে চাইলে অতিথিগণ ভালভাবে তাদের বুঝিয়ে দেন। সেইসাথে এ বিষয়ে সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার পারমর্শ দেন তাঁরা। আয়োজক সংস্থার কর্মকর্তা এবং অতিথিবৃন্দ উপস্থিত যুবক-যুবতীদের তাদের সমস্যা সম্পর্কে বাবা-মাকে বলার পরামর্শ দেন। সেইসাথে তাদের খুব ঘনিষ্ট বন্ধুদের সাথে শেয়ার করা যেতে পারে বলে উল্লেখ করেন। এছাড়াও ভাল এবং সুন্দর জীবন যাপন করতে হলে স্ব,স্ব ধর্মীয় অনুশাসন মেনে চলার পরামর্শ দেন তারা।