ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনকে দুই হাজার ৫০টি গাছের চারা দিয়েছে ইডটকো বাংলাদেশ।
বুধবার বিকেলে নগর ভবনে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা প্রদান করা হয়। গাছের চারাগুলোর মধ্যে রয়েছে রঙ্গন ৬৫০টি, কবরী ৬৫০টি, টগর ৬৫০টি এবং মুসন্ধা ৬০০টি গাছসহ সর্বমোট ২৫০০টি।
এসময় উপস্থিত ছিলেন, ইডটকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোখসেদুল হাসান, ম্যানেজার ওবাইদুল হক, ইঞ্জিনিয়ার মাহাতাব হোসেন, ইঞ্জিনিয়ার আইনুল হক প্রমুখ, রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম প্রমুখ।
এদিকে, মহাগরীর কোর্ট স্টেশন হতে চারখুটা পর্যন্ত গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় মেয়রের একান্ত সচিব আলমগীর কবির।