ধূমকেতু প্রতিবেদক, বাঘা : করোনার দ্বিতীয় ঢেউয়ে বাঘায় দুই চিকিৎসকের পর আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার সেই ৫ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর আগে (১৪ এপ্রিল) বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তাসহ একজন মেডিকেল অফিসারের পজিটিভ রিপোর্ট এসেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সূত্রে জানা গছে, ১১ এপ্রিল থেকে গত ৯ দিনে ১৬ জনের এন্টিজেন পরীক্ষার পর এই সাত জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। গত বছরও ঠিক এ সময় থেকে বাঘায় ভয়াবহ রূপ নিতে শুরু করেছিল করোনাভাইরাস। এবার ২০২১-এউ ফের একই রকম ভয়াবহতার পথে হাঁটতে শুরু করেছে কোভিড ১৯-এর দাপট।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আবু রাশেদ আহমেদ জানান, গত বছরের ৬ এপ্রিল (২০২০) থেকে পরীক্ষা শুরু করা হয়। যা ৩১ জানুয়ারি পর্যন্ত চলমান ছিল। এ বছরের ২০ এপ্রিল (২০২১) পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২২০ জনের। দ্বিতীয় ঢেউয়ে নতুন ৭ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে। এর মধ্যে এক পরিবারে চারজন রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর বাঘায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট তিন জন। এরা হলো, উপজেলার উত্তর গাওপাড়া গ্রামের আব্দুস সোবহান (৭৫) সহ পাকুড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা আলীম উদ্দীন (৭০)। করোনার উপসর্গ নিয়ে মারা গেছে মনিগ্রামের মৃত আমজাদ আলীর ছেলে শান্ত হাসান সেন্টু (৩৫)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন থাকা অবস্থায় তারা মরা জান।