IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুশ ঘিরে দুই পক্ষের সংঘর্ষমা হওয়ার পর রূপের ঝলক দেখালেন দীপিকারুয়েটে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালিততানোরে উলামা মাশায়েক সম্মেলনমোহনপুরে বিদ্যালয়ে চুরি, মালামাল উদ্ধার,আটক-১ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে তারেক রহমানের শুভেচ্ছা‘দায়িত্ব ছাড়ার পর উপদেষ্টাদের সম্পদ বাড়বে না’ধামইরহাটের প্রতিপক্ষের রাসায়নিক বিষ প্রয়োগে কৃষকের ধান ক্ষেত নষ্টধামইরহাটে সিরাতুন্নবী (সাঃ) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতভাঙ্গা বাজারে প্রতিমা ভাঙচুর, সন্দেহভাজন ভারতীয় নাগরিক গ্রেফতারমাহবুব আলী ও আসাদুজ্জামান নূরকে কারাগারে পাঠানোর নির্দেশবাগমারায় বিপ্লবী নাগরিক সমাজ (বিনাস) এর উদ্যোগে বৃক্ষরোপণবিদ্যুৎস্পৃষ্টে ২ নারীসহ ৩ জনের মৃত্যুরায়গঞ্জে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপননওগাঁয় প্রায় ১৪ মন বিস্ফোরক দ্রব্যসহ ব্যবসায়ীকে আটক
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> বাঘায় কালবৈশাখী’র তান্ডবে আমের ব্যাপক ক্ষতি

বাঘায় কালবৈশাখী’র তান্ডবে আমের ব্যাপক ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : আম প্রধান অঞ্চল হিসাবে খ্যাত রাজশাহীর চারঘাট-বাঘা উপজেলায় এ বছর আমের উৎপাদন এমনিতে কম। তার উপর বুধবার রাতে কালবৈশাখীর তান্ডবে এ অঞ্চলের প্রধান অর্থকারি ফসল আমের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে যারা বাগান চুক্তি অগ্রীম আম ক্রয় করেছেন তাঁরা এই মূহূর্তে চরম হতাশা এবং উৎকন্ঠায় রয়েছেন।

উপজেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে,বাঘায় ৮ হাজার ৩৬৮ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। তবে এ বছর বাগানে আম কম থকায় উৎপাদন ধরা হয়েছে হেক্টর প্রতি ৬ থেকে ৭ মেট্রিক টন। এ দিক থেকে বুধবার রাত সাড়ে ৭ টার দিকে কালবৈশাখী তান্ডবে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ দাবি করছেন, বিভিন্ন বাগানে ১ শতাংশের বেশি আম ঝড়ে গেছে। আর আম চাষিরা অভিমত ব্যক্ত করেছেন কমপক্ষে ৫ শতাংশের বেশি আম ঝরে গেছে। এ থেকে ধারনা করা হচ্ছে, বাঘা উপজেলায় প্রায় ২৫ কোটি টাকার আম ঝরে গেছে। অনুরুপ ক্ষতি হয়েছে পার্শ্ববর্তী চারঘাট উপজেলায়।

এ অঞ্চলের আম চাষীদের মতে, রাজশাহীকে আমের জন্য বিক্ষাত বলা হলেও আম প্রধান অঞ্চল মূলত জেলার চারঘাট-বাঘা ও চাপাইনবাবগঞ্জকে ঘিরে। এখানে খাদ্য শস্যের পাশা-পাশি অর্থকরী ফসল হিসেবে আমই প্রধান। এর মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাঘার আমের সু-খ্যাতি সবচেয়ে বেশি বলে জানান আম ব্যবসায়ীরা।

তারা বলেন, বিগত দুই বছর কতিপয় অসাধু ব্যাবসায়ীদের কারণে সরকারি ভাবে সময় বেধে আম পাড়া শুরু এবং বাজার মূল্য ভাল না পাওয়ায় আমের সাথে সম্পৃক্তরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হন। এ দিক থেকে যদি এ বছরও বাজার মূল্য ভাল না হয়-তাহলে আবারও আম চাষীদের মাথায় হাত পড়বে।

বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার আম ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, এবার লিজ নিয়ে আমের চাষ করেছি। ঝড়ে বাগানে যে পরিমান আম পড়েছে তার ক্ষতি অপুরনীয়। এ ঝড় না হলে সঠিক সময়ে প্রায় ৫ লক্ষ টাকা বিক্রি হতো। তবে আমার বাগানে গড়ে প্রায় ৫ শতাংশের মতো আম ঝড়ে গেছে। অনুরুপ কথা বলেন আমোদপুর গ্রামের বাগান মালিক আব্দুর রাজ্জাক। তাঁর মতে, অত্র উপজেলার কৃষকরা শুধু আম বিক্রি করে প্রতি বছর অর্থ উপারজন করেন ৬ থেকে ৭ শ কোটি টাকা।

প্রবাদ আছে ‘আমের আনা, মাছের পাই’ অর্থ্যাৎ আম যে পরিমাণ গাছে আসে শেষ পর্যন্ত তার এক আনা থাকলেই ব্যবসায়ীদের লাভ। বাকি ১৫ আনা ঝরে গেলেও কিছু আসে যায় না। এখন এই প্রবাদকে লালন করে প্রতিদিন নিরলস ভাবে আম পরিচর্যা করছেন আম চাষী ও ব্যবসায়ীরা। তাদের দাবি, এ বছর যে পরিমান মুকুল এসেছিল সে পরিমান আমা হয়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি জানান, আমের জন্য অল্টারনেটিক ডিয়ার (বছর) ভ্যারি করে। অর্থাৎ এক বছর ভাল আম হলে অন্য বছর এমনি কম হয়। এ দিক থেকে পরপর দুই বছর দেশে প্রচুর পরিমান আম উৎপাদন হওয়ায় এবার আম কম হয়েছে। তিনি বলেন, এবার উৎপাদন কম হওয়ায় দাম ভাল পাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ থেকে আগামিতে প্রাকৃতিব দূর্যোগ না হলে এই ঝড়ের ক্ষতি অনেকটা পুসে যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30