ধূমকেতু প্রতিবেদক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল হক মঞ্জু, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হক বাবলু, রেলওয়ে শ্রমিক লীগের সদর দপ্তর শাখার সভাপতি মোহাতার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রেলওয়ে শ্রমিক লীগের ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী, রেলওয়ে শ্রমিক লীগের কার্যকারী সভাপতি ওয়ালী খান সহ রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ।