ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার মুÐমালা পৌরসভার মাহালিপাড়া এলাকায় অবস্থিত সাধুজন মেরি গীর্জার ফাদার প্রদীপ প্রেগরির বিরুদ্ধে ৭ম শ্রেনীতে পড়–য়া আদিবাসি তরুণীকে তিন দিন ধরে গীর্জায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ অভিযান চালিয়ে প্রদীপ প্রেগরিকে (৪০) রাজশাহী মহানগরীর ওমরপুর এলাকা থেকে আটক করেছে। আটক ফাদার প্রেগরি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের প্যাট্রিক প্রেগরীর ছেলে।
জানা গেছে, চলতি মাসের ২৬ সেপ্টেমবর সকালে বাড়ি থেকে মাঠে ঘাস কাটতে গিয়ে ওই তরুণী আর বাড়িতে ফিরে আসেনি। তাকে খোঁজাখুজি করে না পেয়ে ২৭ সেপ্টেমবর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি করার একদিন পর ২৮ সেপ্টেমবর গীর্জার ফাদারের ভবনের ছাদে ওই তরুণীকে দেখতে পান স্থানীয়রা। এরপর পরিবারের লোকজন ওই তরুণীকে উদ্ধার করতে গেলে ফাদার বাধা দেন। এ সময় স্থানীয়রা রাজশাহী জেলা ধর্ম প্রদেশের ইনচার্জকে বিষয়টি মোবাইলে জানান। তার নির্দেশে গত সোমবারে দুপুরে রাজশাহী ধর্ম প্রদেশের তিন জন প্রতিনিধি ফাদার পাঠান। পরে তারা স্থানীয় গ্রাম্য প্রধান মাইকেল হেমরণ ও মহেষ মুরমু ও আদিবাসি নেতা কামেল মার্ডীকে নিয়ে সালিশ বৈঠক করেন। বৈঠকে ফাদারের পক্ষে রায় দেন সবাই এবং তরুণীকে ভরণ পোষনসহ যাবতীয় খরচ বহন করা হবে বলে গীর্জার পক্ষ থেকে জানানো হয় । এ ঘটনার পর ফাদারকে ক্লোজ করে রাজশাহী ধর্ম প্রদেশে নেয়া হয়। বিষয়টি জানতে পেরে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। মঙ্গবার রাতে এ বিষয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তারপর থেকেই আত্মগোপনে চলে যান ফাদার প্রেগরি। র্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ওমরপুর এলাকায় অভিযান চালিয়ে ফাদারকে আটক করে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান বলেন, আধিবাসী তরুণীর ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।