ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবু (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
রোববার (১১ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে রাজশাহী জেলার বেলপুকুর থানাধীন ভরুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবু রাজশাহী জেলার বেলপুকুর থানাধীন ভরুয়াপাড়া এলাকার মৃত আব্দুল মুজিদের ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর বেলপুকুর থানাধীন ভরুয়াপাড়া গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে ০১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবু (৩০) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।