ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে ৩ মাসের সাজাপ্রাপ্ত ৯ বছরের পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম সারওয়ারদী (৪০)। সে সিধাইড় গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বারীর নেতৃত্বে এএসআই নিঃ হেলাল উদ্দীনসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, গ্রেপ্তার যুবক ৩ মাসের সাজা নিয়ে ৯ বছর ধরে পলাতক ছিলো। সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।