ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : কোরবানীর ঈদ আসলেই বেড়ে যায় লৌহ শিল্পের সঙ্গে জড়িতদের ব্যস্ততা। দিনরাত অবিরাম ঘাম ঝড়িয়ে বিভিন্ন ধরনের লৌহ শিল্প তৈরী করতে ব্যস্ত থাকেন তারা। তবে ঈদের এক সপ্তাহ পুর্বে তাদের ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুন। তারই ধারাবাহিকতায় করোনা কালের মধ্যে দেরিতে হলেও ব্যস্ততা বেড়েছে কামার শিল্পিদের। শিল্পের সঙ্গে জড়িতদের ভাষ্য করোনাকালে সারা বছরই অলস সময় পার করলেও এখন কিছুটা ব্যবস্থা বেড়েছে। অল্প সময়ে সকলের মনের মত সময়ে অর্ডার সরবরাহ করা কঠিন হতে পারে।
গত কয়েকদিন ধরে রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে লৌহ শিল্পের সঙ্গে জড়িতদের সঙ্গে আলাপ করলে তারা জানান, সারা বছর অনেকটা আমাদের অলস সময় পার করতে হয়। এরপর এ বছর বাড়তি বোঝা হয়ে দাঁড়িছে মহামারী করোনা। এতে সংসার চালানো বড় কষ্ট হয়। তার পরেও এ পেশা ছাড়তে পারেননি। শুধু মাত্র একটি দিনের আশায় বুক বেধে কোন রকমে দিন পার করতে হয় তাদের। তাই কোরবানীর ঈদকে সামনে রেখে বুকে আশা বেধে এ বছর কোরবানীর ঈদে দা, ছুরি, বটিসহ লৌহ জাত পন্য বিক্রি করে সারা বছর চলার মত উপার্জন করার আশা করছেন তারা।
চারঘাটের নন্দনগাছী এলাকার পরিমল, সুদান, দিনেশ, অনিল, নিতাই, জটু, নরেশ, শুকুমার, উত্তম, পূজন, রঞ্জন, স্বপন, সন্তষ জানান, একটি দা সর্ব নিম্ন আড়াইশ টাকা থেকে শুরু করে সাতশত টাকা বিক্রি হচ্ছে (বিভিন্ন সাইজের)। এতে আমার একটি দা বিক্রি করে ৮০ টাকা থেকে ১০০ টাকা লাভ হচ্ছে। ছুরি, বটি হাসুয়া বিক্রি করেও প্রকার ভেদে লাভ হচ্ছে ৫০ টাকা থেকে ৯০ টাকা।
ভায়ালক্ষিপুর এলাকার দা ছুরি শিল্পের কারিগর সুশান্ত জানালেন, প্রতি বছর এই দিনটির জন্য আমাদের অপেক্ষা করতে হয়। আর এই দিনকে সামনে রেখে লোকজন তাদের চাহিদা অনুযায়ী নতুন দা, ছুরি, বটি, হাসুয়া ক্রয় করে এবং পুরাতন গুলোকে ধার দিয়ে থাকেন। তাই এই সময়ে আমাদের ব্যস্ততা সারা বছরের চেয়ে চারগুন বৃদ্ধি পায়।
তিনি বলেন, গত কয়েক দিন ধরে লোকজন বিভিন্ন ধরনের জিনিসপত্রের অর্ডার দিতে শুরু করেছেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সময়ের মধ্যে অর্ডার সরবরাহ করতে পারলে এ বছর ভালোই উপার্জন করা সম্ভব হতে পারে। করোনা কালে বেশীর ভাগ সময় কারখানা জ্বালানো সম্ভব হয়নি। তাই চাপ একটু বেশীই রয়েছে। স্বল্প সময়ে ক্রেতাদের অর্ডার সঠিক সময়ের মধ্যে দিতে আপ্রান চেষ্টা করে যাচ্ছি। যাতে করে এই ঈদে কোন লোকজনকে না বলতে না হয়।
বরকত পুর গ্রামের আনন্দ কর্মকার বলেন, ঈদের কয়েক দিন ব্যাস্ততার পরেই আবার হাত পা গুটিয়ে বসে থাকতে হবে।
সারদা বাজােেরর কামার স্বপন বলেন, সারা বছর এ কাজ করে যে আয় হয় তা দিয়ে সংসার কোন ভাবে চলে যায়। কিন্তু কোরবানীর ঈদ আসলেই এই শিল্পের সু দিন ফিরে আসে। তাই কোরবানীর ঈদকে সামনে রেখে দা, ছুরি, বটিসহ বিভিন্ন জিনিসের অর্ডার পাওয়া যাচ্ছে অনেক।
স্বপনের দোকানে আসা ছুরি কেনার গ্রাহক মঞ্জু বলেন, আমি প্রতি বছর কোরবানীর ঈদ আসলে খাসি গরু জবাইয়ের কাজের জন্য ছুরি ক্রয় করি। তাই এ বছরও এসেছি ভালো একটি ছুরি কিনতে।
ওই দোকানে আসা বটি কেনার জন্য গৃহিনী নাজমা বেগম বলেন, আমার পুরাতন একটি হাসুয়া ও দা ধার দেয়ার জন্য এখানে আসা। তা ছাড়া একটি নতুন বটি কিনবো। কোরবানীর ঈদতো তাই এগুলো কেনা খুবই জরুরী। সব মিলিয়ে ব্যস্ততা বেড়েছে চারঘাটের কামার শিল্পিদের।