IMG-LOGO

বুধবার, ৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রজব ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘শেখ হাসিনাকে ফেরাতে এখনও চিঠির জবাব পাইনি’চা বিক্রি করেই স্বাবলম্বী রায়গঞ্জের রবিউলরাণীনগরে রূপালী ব্যাংকে মতবিনিময়মোহনপুর পাকুড়িয়া ও জাহানাবাদে বিএনপির ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও কর্মীসভারায়গঞ্জে একটি গভীর নলকূপের অভাবে কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসীমোহনপুরে সিসিডিবির উদ্যোগে শীত বস্ত্র কম্বল বিতরণমোহনপুরে স্হানীয় অংশজনদের সাথে সংলাপগোমস্তাপুরে ছেলেকে আটক করতে বাড়িতে পুলিশ আসায় আতংকে পিতার মৃত্যুজানুয়ারিতে আসছে পৌনে ২ লাখ টন চালপ্রায় ৭ বছর পর লন্ডনে মা-ছেলের সাক্ষাৎশিবগঞ্জের চৌকা সীমান্তের ঘটনায় বিজিবি-বিএসএফ’র অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকধামইরহাট সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ২জন আটকধামইরহাটে ইউসিবি ব্যাংকের উদ্যোগে ৩ শত দুস্থ অসহায় শীতার্তদের কম্বল বিতরণশিক্ষককে মারধর ও লাঞ্ছিতের ঘটনায়বাগমারা শিক্ষক কল্যাণ সমিতির নিন্দানন্দীগ্রামে সরিষা ফুলের সাথে ছবি তুলছে সৌন্দর্য প্রেমিরা
Home >> রাজশাহী >> বেগমগঞ্জের ঘটনায় রাজশাহী নারী ও শিশু অধিকার ফোরামের নিন্দা

বেগমগঞ্জের ঘটনায় রাজশাহী নারী ও শিশু অধিকার ফোরামের নিন্দা

নিন্দা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : কতটা নৃশংস, কতটা পাষণ্ড, আর বর্বর হলে এভাবে বিবস্ত্র করে একজন নারীকে নির্যাতন করা যায়? উত্তরটা বোধহয় কারোই জানা নেই। এরা যে পশুর চেয়েও ভয়ানক তারই প্রতিফলন এই বর্বরতা। রোববার দুপুরে যখন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। এখন সারা দেশে ছি ছি রব! ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় গোংরাচ্ছে ও কাঁদছে। সেইসঙ্গে বলছে-বাবা গো আমাকে ছেড়ে দে। আব্বা গো তোর আল্লাহ’র দোহাই ছাড়ি দে!

আশপাশের ২০-২৫ বছরের ছেলে গুলো হায়েনার মতো হাসছে আর বলছে-উল্টা, উল্টা, উল্টা! কারণ বিবস্ত্র ঐ নারী নিজেকে বাঁচানোর জন্য উপর হয়ে শুয়ে কাঁদছিল আর বলছিল-এরে আব্বা গো, তোগো আল্লাহ’র দোহাইরে। ঘটনাটি নোয়াখালীর বেগমগঞ্জের। এরিমধ্যে ঘটনার মূল হোতাদের পরিচয় পাওয়া গেছে। এ দিকে বিষয়টি যাতে জানাজানি না হয় সেজন্য অভিযুক্ত দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা ভুক্তভোগী গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে রাখে। এতে ঘটনাটি এতদিন ধামাচাপা থাকে। বর্তমানে ঐ পরিবারের ঘরে তালাও ঝুলছে।

এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নরপশুদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নারী ও শিশু অধিকার ফোরামর রাজশাহী মহানগরের আহবায়ক অধ্যাপক ড. আখতার হোসেন ও সদস্যবৃন্দ ।

নিন্দায় তারা বলেন, এই সরকারের আমলে একের পর এক নারী নির্যাতন ও ধর্ষনের ঘটনা ঘটছে। এগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় নরপশুরা আরো বেপরয়া হয়ে উঠছে। এদের ছোবল থেকে চার বছরের শিশু থেকে বাহাত্তর বছরের বৃদ্ধা নারী কেউ রেহাই পাচ্ছেনা। কোন আকুতিই তাদের কানে পৌঁছায়না। লাগামছাড়া হয়ে পড়েছে তারা। সরকারী দলের নেতাদের ছত্র ছায়ায় এই ধরনের ঘটনা বেশী ঘটছে বলে তারা উল্লেখ করেন।

তারা আরো বলেন, এই ধরনের দুঃখজনক ঘটনা প্রতিদিন ঘটছে। কয়েকদিন তা নিয়ে সড়গোল হচ্ছে। আবার সবগুলো স্বাভাবিক হচ্ছে। এধরনের ন্যাক্কারজনক ঘটনা সাময়িক সমালোচনা সৃষ্টি করলেও অধিকাংশ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকার কারণে বিচার হয় না বা কঠোর কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় না। সিলেটের এমসি কলেজের ঘটনাসহ সমসাময়িক নারী ও শিশু ধর্ষনের সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান তারা। সেইসাথে আবার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news