ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সুসজ্জিত ও দৃষ্টিনন্দন দপ্তরে যাওয়ায় রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোশিয়েশনের (রেডা) পক্ষে শুভেচ্ছা জানোনো হয়েছে।
সোমবার দুপুরে মেয়রের দপ্তরে রেডার নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, রেডার সভাপতি ও এমএস রহমান ডেভেলপার্স এসোশিয়েট এর ব্যববস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক ও আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি, সাংগঠনিক সম্পাদক ও রেড ব্রিক প্রোপ্রার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উল বারি সওদাগর।
আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি ও আদদীন প্রোপ্রার্টিজের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন আলী, দপ্তর সম্পাদক ও সামস রিয়েল এস্টেট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, কোষাধক্ষ্য এএইচএম আশিকুল হক, সদস্য ও এম কে এইচ ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক কবীর হোসেন।
শুভেচ্ছা বিনিময়ের পর রাসিক মেয়র রেডার সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। একই সাথে আগামীতে যেনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড রাসিক মেয়রের এই দপ্তর সুসজ্জিতভাবে সাজিয়েছে। দৃষ্টিনন্দন ও সুন্দয্যের দিক থেকে রাজশাহীতে এটি প্রথম সুসজ্জিত দপ্তর। রাসিক মেয়রের দপ্তর পুরোটাই প্রাকৃতিক পরিবেশে সাজানো হয়েছে। এরপর গত সপ্তাহ আগে দপ্তারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়রের এই দপ্তর সুসজ্জিতভাবে জানানোর বিষয়টি আল আকসার আর একটি সাফল্য বলেও উল্লেখ করা হয়।