ধূমকেতু প্রতিবেদক : Peace Justice and strong institution এ সমাজে সংঘাত মুক্ত শান্তির পরিবেশ তৈরিতে কাজ করছেন সরকার তানভীর আহমেদ।
পড়াশোনা শেষে ইয়ুথদের নিয়ে তৈরি করেছেন ইয়ুথ পার্লামেন্ট। যেখানে তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সংঘাত এড়িয়ে শান্তির বাণী পৌঁছাতে চান সমাজে।
তিনি আরও জানান, এই কাজের শুরুর দিকে তরুণদের একত্রিত করাটায় ছিল তার কাছে প্রধাণ প্রতিবন্ধকতা। এছাড়াও সমাজের নানারকম কাজ করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটিও তারা পাননি বলে জানান।
পরে সকল প্রতিবন্ধকতা কাটিয়েয় বর্তমানে নানানরকম কাজ করে চলেছেন বলেও জানান।
তিনি ধূমকেতু নিউজকে জানান, দেশের প্রথম ভার্চুয়াল ইয়ুথ পার্লামেন্ট ও বিশ্বের প্রথম অলেম্পিয়াড আয়োজন ও করেন তারা।
তিনি আরও বলেন, বর্হিবিশ্বের সামনে শান্তির প্রতীক হিসেবে নিজের দেশকে তুলে ধরতে চাই তারা।
বর্তমানে ডাবলু.এ.সি ই্ডিয়া নামক একটি প্রতিষ্ঠান তাদের কাজ মূল্যায়ন করে সনদ প্রদাণ করেছেন বলে জানান তিনি।
তারা বিশের বিভিন্ন দেশের মানুষের সাথে সংযোগ স্থাপন করেছেন। এবং তার কাজের সাফল্য স্বরূপ পেয়েছেন ডায়না এ্যাওয়ার্ড।
তার লক্ষ্য ভবিষ্যতে উন্নত দেশগুলোর মত বাংলাদেশে ও সংসদে ইয়ুথ পার্লামেন্ট চর্চা করবে তরুণরা এমনটাই আশা তার।