ধূমকেতু প্রতিবেদক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে রাজশাহীতে। সমুদ্র বন্দরে নিম্নচাপের কারণে রাজশাহী মহানগরীসহ উত্তরাঞ্চলে দিনভর গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। একই সাথে তাপমসাত্রা কমে গিয়ে শীতের আমেজ বিরাজ করছে। দিনভর গুড়িগুড়ি বৃষ্টির কারণে অনেকটা ভোগান্তিও পোহাতে হয়েছে কর্মজীবী মানুষদের। তবে শুক্রবারের দিন হওয়ার কারণে জরুরী প্রয়োজন ছাড়া লোকজনদের বাইরে বের হতে দেখা যায়নি। বিশেষ করে বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। বাতাসও আদ্রতাও ছিল বেশি।
রাজশাহী আবহাওয়া অফিসের জেষ্ট্য পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, এ শীত মওসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুক্রবার। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চর পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রাও কমে এসেছে একেবারে নিচে। এবছরই প্রথম এই তাপমাত্রা বিরাজ করেছে শুক্রকাল।
তিনি জানান, আকাশ পরিস্কার ও বৈরি আবহাওয়া কেটে গেলে এই তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে দিনের তাপমাত্রা ৩০ডিগ্রি সেলসিয়াসের উপর আর নাও উঠতে পারে। আগামী নভেম্বর থেকে শীত পড়ার সম্ভবনা থাকলেও এবার শীত একটু আগেই পড়তে শুরু করবে। নভেম্বর নয়, এবছর এখন থেকেই শীত পড়া শুরু হতে পারে। কারণ দিনের সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে অস্বাভাবিকভাবে।
এদিকে গতকাল দিনভর কখনো কুয়াশার মত আবার কখনো গুড়িগুড়ি বৃষ্টিতে রুপ নেয়। সকাল থেকে এমন বৃষ্টি দেখা যায়। বৃষ্টির কারণে দিনভর সূর্যের দেখা পাওয়া যায়নি বলা যায়। বিশেষ করে বিকেলের পর থেকে গুড়িগুড়ি বৃষ্টি পরিমাণ ছিল বেশি। রাজশাহীর কোথাও ভারি বর্ষণের খবর পাওয়া যায়নি। এই গুড়িগুড়ি বৃষ্টির কারণে তাপমাত্রা কমে আসায় শীমের আগমন জানান দিচ্ছে। আগামী দুইতিনদিন এই অবস্থা চললে রাজশাহীতে অঞ্চলে হালকা শীত পড়বে এমনটাও মনে করছেন আবহাওয়াবীদরা।