ধূমকেতু প্রতিবেদক : ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূলুল্লাহ (সা.) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীস যুবসংঘের উদ্যোগে এই মানববন্ধ অনুষ্ঠিত হয়।
আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদরের সভাপতি অধ্যাপক আব্দুল লতীফ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
তিনি বলেন, ফান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।
তিনি আরো বলেন, রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন প্রতিবাদে জনপ্রতিনিধিদের এমন আন্দোলন করা দরকার। এখানকার মুসলমানরা তো আপনাদের ভোট দিয়েছে। তারপরও এত বড় ঘটনার প্রতিবাদে আপনাদের কোন অংশ নেই কেন? আশা করি আপনারা রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে আগামীকালই সমাবেশ করবেন।
সেই সঙ্গে ইসলামকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমান ব্যঙ্গাত্মকভাবে কথা বলেছেন। আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
উদ্বোধনী ভাষণ প্রদান করেন আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদরের সভাপতি অধ্যাপক আব্দুল লতীফ।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলেহাদীস যু্বসংঘ রাজশাহী কলেজ শাখার সভাপতি আব্দুল মুহাইমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর, সোনামণি এর পরিচালক আব্দুল হালীম, আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শূরা সদস্য কাযী হারুণুর রশীদ ও নওগাঁর মুখলেছুর রহমান মাদানী, ড. হোসাইন, আমিনুল ইসলাম, কাবিরুল ইসলাম, আব্দুল্লাহ সাবিক, এলাহি জহির, শরিফুল ইসলাম মাদানী, আব্দুল হালিম, পিস টিভির আলোচনা মাওলানা মোকলেসুর, মাওলানা দুরুল হুদা প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে মুসল্লিদের এক হওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে বিশ্বের অন্যান্য দেশের মতো ফরাসি পণ্য বর্জনের ডাক দেয়া হয়।