ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : ৪৭০ টাকা পুঁজি নিয়ে বাদাম ও ছোলা বুট বিক্রি করে জাহানারা বেগমকে নিয়ে তার ছোট্ট সংসার পরিচালনা করেন বৃদ্ধ লেশু শেখ। রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে দেখা মেলে বৃদ্ধের। বাঁশের তৈরি দুটি ঝুড়িতে ২ কেজি ছোলা ও দুই কেজি বাদাম নিয়ে বসে থাকেন ক্রেতার অপেক্ষায়।
হাসপাতালে বিভিন্ন প্রয়োজনে আসা মানুষের পানে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থাকেন লেশু শেখ। তার চোখ যেন বলতে চায়, ‘নেবে নাকি একটু বাদাম?’।
তার অব্যক্ত আহ্বানে সাড়া দিয়ে কেউ প্রয়োজনে কেউবা অপ্রয়োজনে কেনেন বাদাম। ক্রেতা আসলে বিক্রির সাথে সাথে একটু গল্পগুজব করে নেন। হাসপাতাল চত্বরের নিয়মিত ব্যক্তিরা তাকে দাদু নামেই চিনেন।
সদা হাস্যজ্বল থাকার কারণে ব্যপক জনপ্রিয় তিনি।
একসময় লেশু শেখের শরীরে ছিল শক্তি করেছেন পরিশ্রম ছিল গোলাভরা ধান হালের গরু। চার ছেলে সন্তান নিয়ে সুখেই কাটছিল দিন। সেগুলো ছিল সোনালী অতীত, তবে ছেলেরা সুখে থাকলেও খোঁজ রাখে না বৃদ্ধ পিতা-মাতার। তাইতো শেষ বয়সে বৃদ্ধা জাহানারা বেগমের ভাজা বাদামে খুব কষ্ট করে চালাচ্ছে তাদের সংসার। দিনের অধিকাংশ সময় হাসপাতাল চত্বরে কাটালেও সন্ধ্যার আগেই উপজেলার বাড়িয়া ইউপির চৌবাড়িয়া গ্রামের বাড়িতে ফিরে আসেন। রাতেই ছোলা বাদাম ভেজে প্রস্তুত করে সকাল হলেই আবারো ফিরে আসেন হাসপাতালে। গত তিন-চার বছর সেই বাদাম বিক্রির টাকাতেই চলে বৃদ্ধ লেশু শেখ (৭০) ও স্ত্রী জাহানারা বেগমের (৬০) সংসার। বৃদ্ধ বয়সে করুণার পাত্র হওয়ার বিপরীতে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
লেশু শেখ জানান, ছোলা, বাদাম বিক্রি করে দিন এনে দিন খান। তবে কোন সময় অসুস্থ হয়ে বাজারে আসতে না পারলে ধারদেনা করে প্রয়োজনীয় চাহিদা মেটাতে হয়। চার ছেলে সন্তানের জনক হলেও কেউ রাখেনা তাদের খোঁজ খবর। তারা তাদের সংসার নিয়ে বেশ সুখেই রয়েছে। খুব কষ্ট করে স্ত্রী জাহানারা বেগম প্রতিদিন বাদাম ও ছোলা বুট ভেজে দেন।
তিনি জানান, অনেক সময় বাদাম ও ছোলা বুট কেনার টাকা থাকেনা। বাকিতে কিনে বিক্রি করে তারপর পরিষদ করে থাকেন। প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা আয় হয় সে দিয়েই চালে সংসার। তবে পুঁজি বেশী থাকলে ব্যবসা আরও বাড়াতে পারবেন তিনি। বৃদ্ধ বাদাম বিক্রেতা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন। ততদিন কারো করুণার পাত্র না হয়ে নিজেই স্বনির্ভর থাকতে চান।