ধূমকেতু প্রতিবেদক : এই মহৎ কাজের জন্য যে ব্যক্তি সদা নিয়োজিত সে ব্যক্তিটি আর কেউ নয় মোহন শাহরিয়ার। তাকে বলা যায় একজন মানবতার ফেরিওয়ালা।
তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবার ও আর্থিকভাবে অসচ্ছল হয়েও, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার কাজ গুলো সমাজের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভূমিকা রাখছে। সবাই এ যুগে নিজেকে নিয়ে ব্যাস্ত কিন্তু তিনি ভিন্ন প্রকৃতির মানুষ। নিজের থেকে অন্যকে নিয়ে ভাবতে তিনি বেশী ভালবাসেন। মোহন বাংলাদেশ আনসার ও ভিডিপি এর ১৮ নং ওয়ার্ড দলনেতা, রাজশাহী এবং সার্বজনীন সমাজ কল্যান সংস্থার সভাপতি।
মোহন শাহরিয়ার নিজ এলাকাসহ রাজশাহী শহরে মানুষের ক্যাণের জন্য রক্ত দান ও জোগার, সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ, বিনামূল্যে নৈশ পাঠদান কর্মজীবী ও ঝড়ে পড়াদের, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ৯০০জন, বস্ত্রের অভাব মেটাতে মানবতার দেয়াল দুইটি, করোনাকালে লকডাউনের মধ্যে অসহায় পরিবারের মাঝে খাবার প্রদান, এলাকায় জীবাণু নাশক স্প্রে, অর্থের অভাবে যাদের চিকিৎসা হয়না তাদের নিয়মিত চিকিৎসার ব্যবস্থা করা করে আসছে।
তিনি সামাজিক মিমাংসা যথেষ্ট পারদর্শিতা, সামাজিক উন্নয়নে নিয়মিত অবদান রাখা, চোখের ছানি অপারেশন ক্যাম্পসহ সেবামূলক বিভিন্ন কাজ পরিচালনা করছে।
মোহন বলেন, অন্যের বিপদ দেখে বিপদগ্রস্থকে সহায়তা করাই তো মনুষ্যত্ব ও বিবেকবান মানুষের কাজ। তেমনই যারা কখনো রক্ত দেয়নি কিছুটা ভীত ছিলো। আমার কাছে রোগীর সমস্যা শোনার সাথে সাথে রাজি হয়ে যায় রক্ত দিতে। আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে,একটি প্রাণ ও একটি পরিবার।