ধূমকেতু প্রতিবেদক, রাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরিক্ষার চলছে। এতে আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৩ হাজার ৩২১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এদিকে শিক্ষার্থীদের সাথে আসা হাজারো অভিভাবক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোর বাহিরে তাদের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
শুক্রবার (১০ জুন) বেলা ১১টা থেকে শুরু হওয়া দেড় ঘণ্টার এ পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনগুলোতে এই পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আট জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছে এই আঞ্চলিক কেন্দ্রে। শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের ভীড়ও ছিলো লক্ষনীয়। তারা কেউ বা ছেলেমেয়ের জন্য দোয়া করছেন কেউবা চুপচাপ হয়ে বসে আছেন। তবে এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ করা যায়নি।
বগুড়া থেকে আসা এক শিক্ষার্থীর অভিভাবক নূরজাহান বেগম বলেন, ‘আমি চাই আমার ছেলের মতো যারা পরিশ্রম করেছে তারা সকলেই ঢাবিতে চান্স পাক। ঢাবির ভর্তি পরীক্ষার এমন ব্যবস্থপনাকে আমি সাধুবাদ জানাই এবং প্রতি বছরই যেন বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা হয় ইউজিসির কাছে তার দাবি।’
চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মাসুদ রানা বলেন, আমি আমার মেয়ে নিয়ে এসেছি। শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে। বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা হওয়ায় আমাদের সময় ও অর্থ দুটোই বেচে যাচ্ছ। শিক্ষার্থীদের পরিশ্রমও অনেকটা লাঘব হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষার এমন সিদ্ধান্তে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এমন নিয়ম চালু করলে শিক্ষার্থীদের জন্য কষ্ট অনেকটা কমে আসবে বলে তার ধারণা তার।
ঢাবির কলা অনুষদের ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়েই শেষ হচ্ছে ৫ দিন ব্যাপি ভর্তিযুদ্ধ তৃতীয় দিন আজ।
এদিকে ঢাবির ‘ক’ ইউনিটে বিজ্ঞান অনুষদভুক্ত এক হাজার ৮৫১টি আসন রয়েছে। এবার এ ইউনিটে সারাদেশ থেকে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৭১২ জন। সেই হিসাবে আসনপ্রতি প্রার্থী ৬২ জন।
এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ১১ জুন (শনিবার) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী ১৭ জুন সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাবির চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে। সবগুলো ইউনিটের ভর্তি পরীক্ষা মিলে এ বছর প্রায় ২৯ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
গত বছরের মতো এবারও ‘ক’ ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট আর লিখিত পরীক্ষা হবে ৪৫ মিনিট।
এ পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের ওপর ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত হবে।