ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সাদেকুল ইসলামের বিরুদ্ধে নানা ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত ২২ নভেম্বর মাউশির মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেছেন ও শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষক-কর্মচারী।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বিতর্কিতভাবে নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়েন। তার বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করতে গেলে শিক্ষক-কর্মচারীদের হুমকি-ধামকি সহ নানা ভাবে হয়রানি করা হচ্ছে। যথাযথ নিয়মে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠন না করে একই ব্যক্তিকে সভাপতি করে এডহক কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। বিষয়গুলো অবহিত করে স্থানীয় ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আবেদন করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের দু’পক্ষকে ডেকে মিলেমিশে কাজ করার পরামর্শ দেন।
অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক সাদেকুল ইসলামের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান, শিক্ষক-কর্মচারীরা আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে তা সবগুলো মিথ্যা। এগুলো তাদের ষড়যন্ত্রের অংশ। এদিকে শিক্ষক-কর্মচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে তদন্ত পূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।